শিবগঞ্জে ফসলি জমিতে শিল্প কলকারখানা করার উদ্যোগ এর প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

শিবগঞ্জে ফসলি জমিতে শিল্প কলকারখানা করার উদ্যোগ এর প্রতিবাদে কৃষকদের মানববন্ধন। ছবি-বাপ্পী

সুপ্রভাত বগুড়া (অভিজিৎ বাপ্পি শিবগঞ্জ  প্রতিনিধি):  মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের গণেশপুর-রথবাড়ী পর্যন্ত ৩ কি.মি জুড়ে  ফসলী জমিতে শিল্প কলকারখানা করার উদ্যোগের প্রতিবাদে  ৭ গ্রামের ৩ হাজার কৃষক সহ নারীরা মানব বন্ধন কর্মসূচি পালন করেন।

কর্মসূচি চলাকালে রথবাড়ী বাস স্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান তোফালেয় আহমেদ সাবু, মোকামতলা ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান, মাস্টার জয়নাল আলী, সাইদুর রহমান, শ্রী প্রণয় সরকার, শ্রী নিশিকান্ত সরকার, শ্রী তনয় প্রাং, আওয়ামীলীগ নেতা মোকলেছুর রহমান মুন্নু, রাকিব আকন্দ প্রমুখ।

Pop Ads

বক্তরা বলেন, উথলী, নারায়ণপুর, সন্যান্নাসী ছলেমান ধোন্দাকোলা, চাঁনপুর, হরিরামপুর, গনেশপুর সহ আরো কয়েকটি এলাকার  শত শত কৃষকরা এই ফসলী জমিতে পেয়াজ, আলু, রসুন, কলা, আদা সহ বিভিন্ন শীত কালিন শাক সবজি উৎপান করে দেশের বিভিন্ন স্থানে রপ্তানী করে আসছে।

এই জমিগুলিতে যদি কল কারখানা স্থাপন করা হয় তাহলে এলাকার শত শত কৃষকরা সহ দেশের কৃষি খাতে ব্যাপক ক্ষতি সাধন হবে এবং খাদ্যের উপর প্রভাব ফেলবে বলে প্রতিবাদকারীরা মানব বন্ধনে এসব কথা উল্লেখ করেন।