শিবগঞ্জে সাংবাদিক তারেক রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শিবগঞ্জে সাংবাদিক তারেক রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি-

সুপ্রভাত বগুড়া (নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টিভি ও দৈনিক মনবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় তরুণ সাংবাদিকরা।

মঙ্গলবার (২ মার্চ) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলার কানসাট মোড়ে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন এশিয়া বানি টিভির জেলা প্রতিনিধি সেতাউর রহমান, ৭১বাংলার জেলা প্রতিনিধি নাদিম হোসেন,

Pop Ads

দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি আতিকুল ইসলাম সিকো, দৈনিক খবর পত্রের আঞ্চলিক প্রতিনিধি আমিনুল ইসলাম,দৈনিক বাংলার নিউজের সম্পাদক শহিদুল ইসলাম রনি, দৈনিক বিজয় বাংলাদেশ উপজেলা প্রতিনিধি রায়হান আলী,জিটিভির ভ্রাম্যমাণ প্রতিনিধি সামসুন্নাহার সোহানা,ডেইলি মর্নিং গ্লোলী উপজেলা প্রতিনিধি আল আমিন, চাঁপাইএর খবরের সম্পাদক হাফিজুর রহমান,

স্বাধীন আলোর জেলা প্রতিনিধি সোহান, জিএস২৪.কমের মহি মিজান,দৈনিক দেশ বায়ান্ন নিউজের সম্পাদক হায়দার আহমেদ, দৈনিক লালসবুজ কন্ঠের স্টাফ রিপোর্টার আ: বারি, মধুমতি টিভির প্রতিনিধি হাবিবা বিনতে আব্দুল্লাহ,সাাংবাদিক আনুপম হালদার, সারওয়ার, মানিক,আজিজা কাওসার, আওয়াল সহ আরও অনেকে।

মানববন্ধনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিবগঞ্জ উপজেলা কর্মরত সকল সাংবাদিকবৃন্দ অবিলম্বে হামলা কারিদের চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।