শিবগঞ্জ মুক্তিযোদ্ধা স্কুল এন্ড কলেজের ব্যতিক্রমীভাবে ঘরে ঘরে নতুন বই বিতরণ

শিবগঞ্জ মুক্তিযোদ্ধা স্কুল এন্ড কলেজের ব্যতিক্রমীভাবে ঘরে ঘরে নতুন বই বিতরণ। ছবি-বাপ্পী
সুপ্রভাত বগুড়া (অভিজিৎ বাপ্পী শিবগঞ্জ প্রতিনিধি): বছরের প্রথম দিনেও নতুন বই, তাও আবার ঘরে উঠোনে বই নিয়ে হাজির প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এমনই ব্যতিক্রমী উদ্যেগ লক্ষ করা গেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলায়।
উপজেলার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম ও অধ্যক্ষ চ্যামেলী বেগম এর উদ্যোগে এমন প্রশংসনীয় কান্ড হয়েছে। অধ্যক্ষ চ্যামেলী বেগম শিক্ষকবৃন্দদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এ বই বিতরণ করেন। শিক্ষার্থীরা নিজ বাড়িতে বসে নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। নবম শ্রেণির শিক্ষার্থী রেদওয়ান বলেন, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর প্রিন্সিপাল মেডাম এরকম উপহার দিবেন ভাবতেও পারিনি।
৭ম শ্রেণির সুমাইয়া আক্তার বলেন, নতুন বই পেয়ে আমরা পড়াশুনায় আরো মনোযোগী হবো। স্যারদের ধন্যবাদ জানাই নতুন বই তুলে দেওয়ার জন্য।
এব্যাপারে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চ্যামিলী বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগকে সামনে রেখে কোভিড-১৯ এর মধ্যে স্বাস্থ্যবিধি রক্ষা ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরুক্ষার জন্য এরকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করি নতুন বই পেয়ে শিক্ষার্থীরা পড়াশুনায় আরো বেশি মনোযোগী হবে!