শিরোপা নির্ধারণী এ ম্যাচে লড়ছেন জকোভিচ ও মেদভেদেভ

শিরোপা নির্ধারণী এ ম্যাচে লড়ছেন জকোভিচ ও মেদভেদেভ

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের ফাইনালে মুখোমুখি শীর্ষ বাছাই সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ ও চতুর্থ বাছাই রাশিয়ার দানিল মেদভেদেভ। আজ রোববার বাংলাদেশ সময় আড়াইটায় শুরু হওয়া শিরোপা নির্ধারণী এ ম্যাচে লড়ছেন জকোভিচ ও মেদভেদেভ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭-৫ ব্যবধানে প্রথম সেটে জিতে এগিয়ে জকোভিচ। এর আগে শনিবার রাতে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের দ্বিতীয় সেমিফাইনালে মেদভেদেভ ৬-৪, ৬-২ ও ৭-৫ গেমে হারিয়েছেন পঞ্চম বাছাই গ্রিকের স্টেফানোস তিসিতসিপাসকে। ফাইনালের টিকিট পেতে ২ ঘণ্টা ৯ মিনিট লড়াই করতে হয়েছে মেদভেদেভকে।

Pop Ads

অন্যদিকে, প্রথম সেমিফাইনালে আরেক রাশিয়ান অবাছাই আসলান কারাতসেভকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছান শীর্ষ বাছাই জকোভিচ।

এদিকে, ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার লক্ষ্যে তিসিতসিপাসের মুখোমুখি হন মেদভেদেভ। এর আগে ২০১৯ সালে ইউএস ওপেনের ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া করেন মেদভেদেভ। স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের কাছে পাঁচ সেট লড়াই করে হারেন রুশ তারকা।

দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে খুশী মেদভেদেভ। ফাইনালে জকোভিচ থাকলেও শঙ্কিত নন তিনি। মেদভেদেভ বলেন, ‘ভালো লাগছে ফাইনালে উঠতে পেরে। টুর্নামেন্টের শুরুতে ফাইনাল খেলার স্বপ্ন ছিলো না।

তবে সেমিতে উঠার পর ফাইনাল খেলার লক্ষ্য নির্ধারন করি। এবার লক্ষ্য শিরোপা। তবে কাজটা কঠিন। কারন ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের মুখোমুখি হতে হবে। কিন্তু আমি ফাইনাল জয়ের ব্যাপারে আশাবাদি।’