সম্প্রচার শতভাগ নিরবচ্ছিন্ন করতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবার মান বাড়ানোর দাবি

সম্প্রচার শতভাগ নিরবচ্ছিন্ন করতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবার মান বাড়ানোর দাবি। ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (বিজ্ঞান ও প্রযুক্তি): এক বছর ধরে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার হচ্ছে দেশের টেলিভিশনগুলো। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন তেমন নেই। তবে সম্প্রচার শতভাগ নিরবচ্ছিন্ন করতে সেবার মান আরো বাড়ানোর দাবি বেসরকারি টেলিভিশনের কর্মকর্তাদের। ২০১৮ সালে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাঠানো হয় দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-এক।

একই বছরের নভেম্বরে এর পরিচালনার দায়িত্ব বুঝে নেয় স্যাটেলাইট কোম্পানি। গত বছরের ২ অক্টোবর বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশনগুলোর সম্প্রচার শুরু হয়। বর্তমানে দেশে সরকারি ৪টি এবং বেসরকারী ৩২টি টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার হচ্ছে।

Pop Ads

কর্মকতারা জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটের সিগনালের মান ভালো। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি- বিএসসিএল এর চেয়ারম্যান ড. শাহাজাহান মাহমুদ জানান, দেশের টেলিভিশন চ্যানেলগুলো ১৪টি সি-ব্যান্ড ট্রান্সপন্ডারের মধ্যে ব্যবহার করছে ৭টি। প্রতিটি টেলিভিশন গড়ে ৬ থেকে ৮ এমবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে।

সেবার মান বাড়াতে সব ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও দাবি তার। ড. শাহাজাহান মাহমুদ জানান, সেবার মান বাড়াতে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোস্পানি গাজীপুরের আর্থস্টেশনের মাধ্যমে সিগনাল পাঠাচ্ছে। বিকল্প হিসেবে ব্যবহার করছে রাঙ্গামাটির বেতবুনিয়ার স্টেশন। তবে এরইমধ্যে বেশ কয়েকটি টেলিভিশন নিজস্ব আর্থস্টেশন তৈরি করছে।