সরকারের উন্নয়নের আরেক সাফল্য মধুপুর কিশোর-কিশোরী ক্লাব

সরকারের উন্নয়নের আরেক সাফল্য মধুপুর কিশোর-কিশোরী ক্লাব

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে সরকারি প্রকল্পের আওতায় গ্রামের কিশোর-কিশোরীদের মেধা বিকাশ ও সংস্কৃতি মনোস্ক করে গড়ে তোলার জন্য কিশোর- কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে ।

লেখাপড়ার পাশাপাশি গ্রামের কিশোর কিশোরীদের নানাবিধ মেধা বিকাশের লক্ষ্যে সরকার এই উদ্যোগ হাতে নিয়েছেন। কবিতা আবৃত্তি, সংগীত চর্চা এবং খেলাধুলায় পারদর্শী করে গড়ে তোলার জন্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও বিশিষ্টজনেরা।

Pop Ads

ইতিমধ্যে মধুপুর পৌরসভা সহ উপজেলার ১১টি ইউনিয়নে মোট ১২টি ক্লাবের কার্যক্রম চালু করা হয়েছে। প্রতিটি কিশোর-কিশোরী ক্লাবে ১১থেকে ১৯বছর বয়সী ১০জন কিশোর ও ২০জন কিশোরী নিয়ে গঠন করা হয়েছে।

সপ্তাহে দুই দিন তাদের প্রশিক্ষণের জন্য ২জন শিক্ষক ও তদারকির জন্য ৩জন মডারেটর নিয়োগ দেওয়া হয়েছে এবং সকল বিষয় পর্ষবেক্ষনের দায়িত্বে রয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম।