সান্তাহারে  ৪হাজার ৬শত ২১ জন পাচ্ছে ভিজিএফ’র নগদ সহায়তা

সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার দাড়িদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ড কৃষকলীগের প্রয়াত সভাপতি আজহারুল ইসলাম নান্টুর পরিবারের সার্বিক খোজ খবর নেন বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ছবি-হেলাল

সুপ্রভাত বগুড়া (শিমুল  হাসান , আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় ৪হাজার ৬শত ২১ জন পাচ্ছে ভিজিএফ’র নগদ ৪৫০ টাকা সহায়তা। সোমবার সকালে উপজেলার সান্তাহারে পৌরসভায় নগদ অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।

এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আদম্মেদ। সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, সান্তাহারে আজ থেকে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় এই আর্থিক সহায়তা দেওয়া শুরু হলো পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের কর্মহীন মানুষদের মাঝে সহায়তা পৌছে দেওয়া হবে।

Pop Ads

উল্লেখ্য, কর্মহীন মানুষদের সহায়তার জন্য সরকার ৫৭২ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। দেশের প্রায় এক কোটি ২৪ লাখ ৪১ হাজার ৯০০টি পরিবারকে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় এই আর্থিক সহায়তা দেওয়া হবে।

পরিবারপ্রতি ৪৫ টাকা কেজি দরে ১০ কেজি চালের সমমূল্য, অর্থাৎ কার্ডপ্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা পাবে কর্মহীন পরিবার।