সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে মিয়ানমারে পুলিশের গুলিতে দুজন নিহত !

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে মিয়ানমারে পুলিশের গুলিতে দুজন নিহত !

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন। রবিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দাওয়েই ও বৃহত্তম শহর ইয়াঙ্গনে এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার সকাল থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজপথ।

পুলিশ বিক্ষোভকারীদের হটাতে এলোপাতাড়ি গুলি ছুড়েছে এবং জলকামান নিক্ষেপ করেছে। স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাউ একটি ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিওতে হ্লেদান সেন্টারের কাছে রাস্তার ওপর একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। পুলিশের ছোড়া গুলি তার বুকে এসে লেগেছে।

Pop Ads

এক প্রত্যক্ষদর্শী ফ্রন্টিয়ার ম্যাগাজিনকে জানিয়েছেন, একটি বাস স্টেশনে আশ্রয় নেয়া বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়েছে পুলিশ। এই ঘটনায় একজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

দক্ষিণাঞ্চলীয় দাওয়েই এলাকার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেখানে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়লে একজন নিহত এবং আরও ডজনখানেক আহত হয়েছে। কিয়াও মিন হাইক নামের এক রাজনীতিবিদ রয়টার্সকে ওই বিক্ষোভকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।