সারিয়াকান্দিতে প্রাঃ বিঃ শিক্ষিকা কে লাঞ্ছিতের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন

সারিয়াকান্দিতে প্রাঃ বিঃ শিক্ষিকা কে লাঞ্ছিতের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন। ছবি-সনি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলাধীন দিঘলকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিয়া বিন রাজ্জাক ও তার পরিবারের উপর বগুড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার

দেলোয়ার হোসেন পশারী অরফে হিরু সহ তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক শারীরিকভাবে নির্যাতনের প্রতিবাদে ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমতি ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সারিয়াকান্দি উপজেলা শাখা।

Pop Ads

বৃহস্পতিবার দুপুরে সারিয়াকান্দি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অভিযুক্ত কমিশনার কে আইনের আওতায় এনে এবং সুষ্ঠু বিচার দাবি করে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতি, সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি ও রামচন্দ্রনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী,

সাধারণ সম্পাদক মোঃ ফজলেনুর, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার সারধারণ সম্পাদক আঞ্জুমান আরা, সহাকারী প্রাথমিক শিক্ষক মহাজোট উপজেলা শাখার সভাপতি জাহানুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এসময় শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।