সারিয়াকান্দিতে হাটশেরপুর ইউনিয়ন পরিষদে ব্র্যাক কর্তৃক সিআরএ বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে হাটশেরপুর ইউনিয়ন পরিষদে ব্র্যাক কর্তৃক সিআরএ বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ সারিয়াকান্দিতে ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচী’র অধীনে রিলাইভ-২ প্রকল্পের আওতায় হাটশেরপুর ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহিত সিআরএ বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার হাটশেরপুর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মেহেদী হাসান আলোর সভাপতিত্বে উক্ত কর্মশালায় তথ্য-উপস্থাপন করে বক্তব্য রাখেন রিলাইভ-২ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান। তিনি সিআরএ প্রক্রিয়া থেকে প্রাপ্ত সকল তথ্য উপাত্ত সভায় উপস্থাপন করেন।

Pop Ads

সভায় উপস্থিত সদস্যগণের মতামতের ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ে একটি সমন্বিত দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ কর্ম পরিকল্পনা প্রস্তুত করা হয়।

এসময় হাটশেরপুর ইউপি সদস্য বৃন্দ, শিক্ষক প্রতিনিধি, প্রতিব›ন্ধী প্রতিনিধি, লোকজ জ্ঞান সমৃদ্ধ কয়েকজন প্রতনিধি, কৃষক প্রতিনিধিসহ ইউপি সচিব এবং ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচী’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।