সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ও কিং সালমান বিমান ঘাঁটিতে হুথি সেনাবাহিনীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা!

সৌদির কিং সালমান বিমানঘাঁটি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ক্ষেপণাস্ত্র হামলা। ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): হুথি সেনাবাহিনীরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ও কিং সালমান বিমান ঘাঁটিতে। 

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি মঙ্গলবার (২৩ জুন) জানান, সৌদি আরবের গভীরে হামলার জন্য তারা ব্যালিস্টিক ও পাখাযুক্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছেন।

Pop Ads

জেনারেল সারিয়ি জানান, রাজধানী রিয়াদের আরো কিছু সামরিক ঘাঁটি ও দক্ষিণাঞ্চলীয় নাজরান এবং জিজান প্রদেশের অনেকগুলো অবস্থানে হামলা চালানো হয়েছে।

জেনারেল সারিয়ি জোর দিয়ে বলেন, ইয়েমেনের ওপর সৌদি আরব যে বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং অন্যায় অবরোধ দিয়ে রেখেছে তার জবাবে আজকের হামলা চালানো হয়।

সৌদি আরবের আগ্রাসন বন্ধ এবং অবরোধ অবসান না হওয়া পর্যন্ত এমন হামলা আরো হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here