হাইকোর্ট বিভাগে নতুন ১১ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে সরকার

হাইকোর্ট বিভাগে নতুন ১১ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে সরকার

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন ১১ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে চারটায় সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই ১১ জনকে শপথ পাঠ করান।

Pop Ads

জেলা ও দায়রা জজ পদমর্যাদার পাঁচজন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনজন এবং সুপ্রিমকোর্টের আইনজীবী তিনজন নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।

সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী ১১ জনকে শপথ গ্রহণের দিন থেকে অনধিক দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শপথ গ্রহণ থেকেই নিয়োগ কার্যকর হবে।