১৭ আগস্টের বিচারাধীন সকল মামলার রায় প্রদান করে আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে: সিজার

১৭ আগস্টের বিচারাধীন সকল মামলার রায় প্রদান করে আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে: সিজার

জাতীয় শ্রমিক লীগ-যুব কমিটি বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি রাকিব উদ্দিন প্রামানিক সিজার বলেছেন, ১৭ আগস্টের বিচারাধীন সকল মামলার রায় প্রদান করে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছর পার হলেও এখনও ৪৩ মামলার বিচার ঝুলে আছে। এসব মামলার দ্রুত রায় প্রদান করে হামলার সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান তিনি।

গতকাল মঙ্গলবার বিকেলে শহরের তিনমাথা রেটগেট সংগঠন কার্যালয়ে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছর আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।

Pop Ads

বিএনপি-জামায়াতের মদতে সংগঠিত জেএমবি সারাদেশে তাদের অস্তিত্ব জানান দিতে মরিয়া হয়ে ওঠে। দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা চালায়। এই হামলায় নিহত হন দুজন এবং আহত হন দুই শতাধিক ব্যক্তি।

হামলা চালানো হয় সুপ্রিম কোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, বাংলাদেশে থাকা মার্কিন দূতাবাস, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের কার্যালয়, প্রেস ক্লাব ও সরকারি-আধা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে।
তিনি এই সমাবেশের মাধ্যমে সিরিজ বোমা হামলার আসামীদের ও সকল ষড়যন্ত্রকারীদের কঠোর শাস্তির দাবি জাজান।

বিক্ষোভ সামাবেশে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ-যুব কমিটি জেলা শাখার সহ-সভাপতি সোহানুর রহমান শিমুল, আলী আক্কাস, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রচার সম্পাদক গোলাম রব্বানি, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রায়হান উদ্দিন পলাশ, সদস্য সাখিরুল,

১৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোজাম্মেল হক মোজাম, ফাঁপোড় ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মাজেদ হোসেন বাটু, আওয়ামী মটর শ্রমিক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ১৫নম্বর ওয়ার্ড যুব কমিটির নেতা স্বাধীন, আলামিন, পিয়াস, তানজিদ প্রমুখ।