২০২১ সালেই ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে ফাইভ-জি চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার

২০২১ সালেই ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ফাইভ-জি চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (বিজ্ঞান ও প্রযুক্তি): করোনায় সবকিছু টালমাটাল হলেও পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তি ফাইভ জি চালুর লক্ষ্য পেছাবে না। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ২০২১ সালেই দেশে এই প্রযুক্তি চালুর কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিটিআরসি বলছে, ফাইভ জি চালুর জন্য পর্যাপ্ত তরঙ্গ হাতে আছে, দরকার হলেই নিলাম হবে। দেশে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভ জির পরীক্ষা হয় ২০১৮ সালে। ২০২১ সালে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে এই প্রযুক্তি চালুর লক্ষ্য সরকারের। সে অনুযায়ী চলছে প্রস্তুতি।

Pop Ads

করোনার কারণে বিভিন্ন ক্ষেত্রে স্থবিরতা দেখা দিলেও ফাইভ জি চালুর লক্ষ্য পেছাবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। নিধারিত সময়ে নতুন প্রযুক্তি চালুতে অপারেটররাও আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন তিনি। বিটিআরসি বলছে, ফাইভ জি চালুর জন্য পর্যাপ্ত তরঙ্গ হাতে আছে।

আগামী বছর যেকোনো সময় নিলামের আয়োজন হবে। ২০১২ সালে থ্রি জি চালুর পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে চালু হয় ফোরজি। তবে এখন পর্যন্ত মোবাইল অপারেটররা সন্তোষজনক ফোরজি সেবা দিতে পারছেন না বলে অভিযোগ গ্রাহকদের।