২০ এর গ্লানি মুছে যাক ২১ শে….. মিঠুন কুমার কর্মকার

২০ এর গ্লানি মুছে যাক ২১ শে..... মিঠুন কুমার কর্মকার

সুপ্রভাত বগুড়া (স্বাধীন মতামত): সব আধাঁর দূরীভূত করে প্রভাতী আলোয় শিশির বিন্দুর রৌদ্রোজ্জ্বল ঝিকিমিকি উঁকি দিচ্ছে একটি নতুন সূর্য উদয় এবং একটি নতুন বছরের শুভ সূচনা। তাই সকল জরাজীর্ণ, ক্লান্তি, অবসাদ, মলিনতাকে দূরে ঠেলে দিয়ে নতুন সূর্য উদয়ে নতুন বিশ্বের সম্ভাবনাকে স্বপ্নের বাস্তবায়নে রুপদানের অপেক্ষমাণ দিগন্তজোড়া আশা-আকাঙ্খা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আছি আমরা।

আর সব দুঃখ, বেদনা ভুলে যেয়ে আমাদের চিন্তা চেতনায় ২০ এর বিদায়ে ২১ পাক অমরত্ব। ২১ ফিরে পাক সব ভালোবাসা, মিল বন্ধন, সামাজিকতা, পারস্পারিক নিকটবর্তীতা। ২১ ফিরে পাক উন্মুক্ত মাঠ, ঘাট, নদী বন্দর, বাঁধাহীন যাতায়াত ব্যবস্থা। ২১ ফিরে পাক ক্লান্তি বিরামহীন কৃষাণের হাসিমাখা মুখ। ২১ ফিরে পাক ছুটে চলা ছেলে মেয়ের দিগন্তজোড়া পাঠশালা। ২১ ফিরে পাক একে অন্যকে জড়িয়ে ধরার আবেগ আপ্লুত মুহুর্ত।

Pop Ads

২১ ফিরে পাক খেটে খাওয়া দিন মজুরের কষ্টে অর্জিত সফলতা। ২১ ফিরে পাক উন্মুক্ত জনসভা, মিছিল,মিটিং এবং রমনার বটমুল। ২১ ফিরে পাক অসহায় গরিবের ভালোভাবে বেঁচে থাকার নিশ্চয়তা। ২১ ফিরে পাক অদৃশ্য শত্রæর হাত থেকে বাঁচার ভ্যাকসিন।

২১ ফিরে পাক খেলার মাঠে সবাই মিলে চিৎকার করে বাংলার বাঘদেরকে প্রেরণা দেওয়া। ২১ ফিরে পাক বাঙালির কাঁধে কাঁধ রেখে একসাথে বাঁচার অধিকার। ২১ ফিরে পাক আপন জনের চিরবিদায় ভুলে যাওয়ার শক্তি। ২১ ফিরে পাক সন্তান হারা মায়ের আর্তনাদ থামার ধৈর্য। পরিশেষে ২০ এর গøানি মুছে যাক ২১ শে।
সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা (২০২১)।