৯মাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো নাটোরের উত্তরা গণভবণ

৯মাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো নাটোরের উত্তরা গণভবণ। ছবি-নাহিদ

সুপ্রভাত বগুড়া (নেওয়াজ মাহমুদ নাহিদ, নাটোর সংবাদদাতা): করোনার কারনে বন্ধ থাকার ৯মাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলের বাসভবন নাটোরের উত্তরা গণভবন।

আজ সোমবার সকালে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ আনুষ্ঠানিক ভাবে দর্শনার্থীদের জন্য উত্তরা গণভবন উন্মুক্ত করে দেন।

Pop Ads

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, গণপ‚র্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

দর্শনার্থীদের জন্য উন্মুক্তের দিনেরই বিপুল পরিমান দর্শনার্থী উত্তরা গণভবনে প্রবেশ করে। উল্লেখ্য, মাস্ক পরিধানের পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে দর্শনার্থীদের।

এক সঙ্গে ১০জনের বেশি দর্শনার্থীরা উত্তরা গণভবনে প্রবেশ করতে পারবেনা বলে জানান জেলা প্রশাসক মো: শাহরিয়াজ।