বগুড়ায় সাংস্কৃতিক কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সুপ্রভাত বগুড়া (মামুনুর রশিদ): প্রানঘাতি করোনা ভাইরাসের প্রভাবে দেশের বিরাজোমান পরিস্থিতিতে এবং করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া ৪২ জন সাংস্কৃতিক কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে বগুড়া জেলা শিল্পকলা একাডেমির উদ্যোে একাডেমি চত্বরে ঈদ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। ৪২জন সাংস্কৃতিক কর্মীদের প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, পিয়াজ, সেমাই, চিনি, দুধ রয়েছে।

Pop Ads

বিতরণকালে জেলা প্রশাসক বলেন, নভেল করোনা ভাইরাস মোকাবেলায় এ দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকলের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তা অবশ্যই প্রশংসনীয়। আমরা সকলেই লাল-সবুজের পতাকা স্বাধীন ভূ-খন্ড বাংলাদেশ নামক দেশের নাগরিক।

নাগরিক হিসেবে আপনাদের অধিকারকে অক্ষুন্ন রাখার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় দেশের প্রতিটি জেলায় ত্রাণ সামগ্রী, ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান সহ বিভিন্ন সহযোগিতা অব্যাহত রেখেছেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন সহ সাংস্কৃতিক কর্মীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here