সুপ্রভাত বগুড়া (আবু সাঈদ হেলাল): করোণা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন হয়ে পড়া বগুড়া বুলবুল নৃত্যকলা একাডেমী শিল্পীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে জাতীয় শ্রমিকলীগ যুব কমিটির বগুড়া জেলা সভাপতি রাকিব উদ্দিন প্রামাণিক সিজারের ব্যক্তিগত তহবিল থেকে সংগঠনের শিল্পীদের মাঝে আতব চাল, সেমাই, চিনি, দুধ বিতরণ করা হয়।
জেলা শিক্ষা সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন প্রামাণিক পলাশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ যুবায়ের পিনু। এসময় রকি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলে।