দীর্ঘ সাত বছরের সম্পর্কের পূর্ণতায় সেই প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন নুসরাত ফারিয়া

310
দীর্ঘ সাত বছরের সম্পর্কের পূর্ণতায় সেই প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন নুসরাত ফারিয়া। ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া (বিনোদন): করোনাকালে নিজের বাগদানের খবর চাউর করলেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে বড় পর্দায় অভিষেক হওয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

আজ সোমবার (৮ জুন) সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে এমনটা ঘোষণা দেন তিনি। ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘আলহামদুল্লিাহ, আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ সাত বছরের সম্পর্ক পূর্ণতা পেল গত মার্চ মাসে।

এ জন্য আমি পরিবার, বন্ধু-বান্ধবদের কাছে কৃতজ্ঞ। এখন আমরা একসঙ্গে আছি। ’তবে কার সাথে বাগদান হয়েছে, তার নাম এখনো প্রকাশ করেননি আশিকি’র এই নায়িকা।

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন ঢাকাই মডেল-উপস্থাপক নুসরাত ফারিয়া।

এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।