সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়া শিবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম রাজুর নিজস্ব অর্থয়নে ৬১ তম ধাপে ২০ মে উপজেলা পরিষদ চত্বরে ঈদ উপলক্ষে পৌরসভা সহ-
বিভিন্ন ইউনিয়নে শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যার রেজ্জাকুল ইসলাম রাজু।
তিনি আরো বলেন এই মহামারি করোনা ভাইরাস যতো দিন থাকে আমি চেষ্টা করবো
কর্মহী ও দূস্থ পরিবারকে সহযোগিতা করবো।
বিশেষ করে বর্তমান বেশি কষ্টে আছে মধ্যবিত্ত পরিবার কারণ তারা লজ্জায় করো
কাছে চাইতে বা হাত পাততে পারেনা তারা আমাকে জানাবে পরিচয় গোপন থাকবে আমি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দিয়ে আসবো।
উপজেলা ভাইস চেয়ারম্যান স-প্রভাতকে জানান করোনাভাইরাস শুরু থেকে এখন
পর্যন্ত নিজের জমানো টাকা দিয়ে এই সব খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি কোন
সরকারি বরাদ্দ নেই এ যাবত যা দিয়েছি সব আমার নিজস্ব অর্থনে।
আমি আল্লাহু প্রার্থনা সে যেনো আমাকে তৌফিক দান করেন আমি আরো বেশি করে
কর্মহিন মানুষের পাশে দাড়াতে পারি।