বগুড়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডে ১জন করোনা আক্রান্ত, বাড়ি লকডাউন !

667


সুপ্রভাত বগুড়া (এ কে দিপংকর,বগুড়া সদর প্রতিনিধি): বগুড়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের মগলিশপুর গ্রামে চঞ্চল দাস(৪৫) নামের একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

তিনি বগুড়ার চাষীবাজারে মাছের আড়ৎ এ চাকরি করতেন। জানা যায়, তার সাথে কর্মরত আরো ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সেখান থেকেই তার শরীরে এই ভাইরাস প্রবেশ করেছে। বর্তমানে চঞ্চল নিজ বাড়িতে আইসোলেশনে আছে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল, এএসআই নুরে আলম, কনস্টেবল ওসমান, রহিম এসে স্থানীয় কাউন্সিলর মোর্শেদ মিটনের উপস্থিতিতে বাড়িটি লকডাউন করে দেন।

এসময় উপস্থিত ছিলেন গ্রামের মুরুব্বি নিমাই চন্দ্র দাস, সাংবাদিক এ.কে দিপংকর, খোরশেদ, গণেশ, শ্যাম, আপন দাস সহ আরো প্রমুখ ব্যক্তিবর্গ।