মাদারীপুর শিবচর রেড জোন করে দেওয়া হয়েছে চার টি বাড়ি

267
মাদারীপুর শিবচর রেড জোন করে দেওয়া হয়েছে চার টি বাড়ি।

সুপ্রভাত বগুড়া (গাজী শাহজালাল, মাদারিপুর, শিকচর): ১৬ জুন মাদারীপুর শিবচর দত্তপাড়া ইউনিয়ান করোনা ভাইরাস এর জন্য চার টি বারি রেড জোন করে দেওয়া হয়েছে।

৩ নং ওয়াড, আবু কামাল (৩৫)নামে একজন করোনা শনাত্ত হয়েছে আজ। এলাকা বাসি সহ- ইউপি সদস্য জানান আবু কামাল কিছুদিন ধরে শারিরীক  ভাবে অসুস্থ ছিলেন।

গত সপ্তাহে  তার করোনা টেস্ট করার এক সপ্তাহ পরে তার করোনা পজিটিভ আসে,ইউপি সদস্য মসিউর রহমান চৌধুরী জানান করোনা পজিটিভ আসার কারনে আবু কামাল কে আইশোলশলে থাকার নির্দেশ দিছেয়েন।

এবং তার বাড়ি সহ আশেপাশের ৪,টি বাড়ি রেড জোন,  করে দেওয়া হয়েছে।