
সুপ্রভাত বগুড়া (জাতীয়): এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের ‘নিরাপদ ভবিষ্যত’ নিশ্চিতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে ধাপে ধাপে শিক্ষা-প্রতিষ্ঠান খোলা হবে বলেও জানান তিনি। আজ (রোববার) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী।
দেশ ও জাতির জন্য কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানান শেখ হাসিনা।প্রতিবছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হলেও এবার করোনা প্রাদুর্ভাবের কারনে ছিল ভিন্ন আয়োজন।
আজ রোববার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী।ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানান শেখ হাসিনা।
তিনি বলেন, সরকারের নেয়া নানামুখী উদ্যোগের কারনে শিক্ষা খাতে সফলতা এসেছে। সবার জন্য শিক্ষার সমান সুযোগ সৃষ্টিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই পরবর্তিতে দেশের হাল ধরবে।
তাদের ভবিষ্যত নিরাপদ করতে সরকার প্রয়োজনীয় সব কিছুই করবে। করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথাও জানান তিনি।শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, শুধু নিজেদের কথা চিন্তা না করে দেশের মানুষের কথাও ভাবতে হবে।
চলমান পরিস্থিতি কাজে লাগাতে শিক্ষার্থীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন শেখ হাসিনা। আত্মবিশ্বাসের জোরে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।