TICTB কর্তৃক পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখন বগুড়ায়

TICTB কর্তৃক পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখন বগুড়ায় !!

সুপ্রভাত বগুড়া (শিক্ষা-সাহিত্য): TICTB কর্তৃক পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখন বগুড়ায়। শিল্প-সাহিত্য আর ইতিহাস-ঐতিহ্য মন্ডিত এই বগুড়া। বর্তমান সরকারের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসাবে বগুড়া সদর উপজেলায় অবস্থিত বরাত আলী মার্কেট (২য় তলা), তিনমাথা রেলগেট বগুড়ায় ” অবস্থিত আর.মিডিয়া আইটি সল্যুশন এন্ড ট্রেনিং সেন্টার দীর্ঘ্যদিন যাবত আইটি সেবা প্রদান করে আসছে।

এরই মধ্যে TICTB(টেকনিক্যাল আইসিটি বাংলাদেশ) কর্তৃক পরিচালিত এই প্রতিষ্ঠানটি “যুগের সাথে চলতে চাই কম্পিউটার শেখার বিকল্প নাই” আসুন কম্পিউটার শিখি নিজেকে এগিয়ে রাখি দক্ষ প্রশিক্ষণই মূল শক্তি এই স্লোগান সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গভঃ রেজি নং- ১৬৫৪৫১ TICTB কর্তৃক পরিচালিত, প্রতিষ্ঠান কোড: ৬৫৯৬০ আর.মিডিয়া আইটি সল্যুশন এন্ড ট্রেনিং সেন্টারে ৩মাস ও ৬মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে।

বি:দ্র: জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিশেষ ছাড়ে ভর্তি করা হয়।

কোর্স সমূহ : 

১. অফিস অ্যাপ্লিকেশন
২.গ্রাফিক্স ডিজাইন
৩. ওয়েব ডিজাইন
৪. ট্রাবল সুটিং
৫. ডিজিটাল মার্কেটিং
৬. ওয়েব ডেভেলপমেন্ট
৭. অ্যাফিলিয়েট মার্কেটিং
৮. স্যোশাল মিডিয়া মার্কেটিং
ক্লাস লেকচার প্রত্যেকের খাতায় বাংলা ব্যাখ্যা করে লিখে দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ সরকার অনুমোদিত সনদপত্র প্রদান করা হয়।

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র :
১. এসএসসি পরীক্ষার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।                                                                ২. জন্ম নিবন্ধনের ফটোকপি                                                                                                ৩. ২কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

যোগাযোগের ঠিকানা :                                                                                                    আর.মিডিয়া আইটি সল্যুশন এন্ড ট্রেনিং সেন্টার                                                                      বরাত আলী মার্কেট (২য় তলা), তিনমাথা রেলগেট, বগুড়া।                                                      মোবাইল : ০১৭১৬-৯২৬৫০২, ০১৬১৭-১০১১২৬।                                                                      ই-মেইল : rmediabd2007@gmail.com