সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে ৩ জন চাউল কল মালিক কে ১০ হাজার টাকা জরিমানা

সুপ্রভাত বগুড়া (সামিউল ইসলাম সনি): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে অভিযানের সময় ৩ টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন, সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক।

আজ বুধবার সকালে থানা পুলিশের সহযোগিতায় হাটফুলবাড়ি বিভিন্ন চাউল কল গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে পণ্য পাটজাত মূল্য বাধ্যতামূলক আইনে ৩ জন চাতাল মালিক কে ২০১০(১৪) ধারায় মোট= দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদাল।

Pop Ads

অর্থদণ্ডকারীরা হলেন, (১) সাইফুল ইসলাম ৫০০০ টাকা, পিতাঃ আব্দুস সামাদ মন্ডল, গ্রামঃ ফুলবাড়ি (২) ফুল মিয়া ২০০০ টাকা, পিতাঃ আকবর, গ্রাম ঃ ফুলবাড়ি, (৩) রাজু আহমেদ ৩০০০ টাকা, পিতা মৃত ঃ রেজাউল করিম, গ্রাম ঃ ফুলবাড়ি।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের পেসকার তৌফিক আহম্মেদ, চেইনম্যান তৈয়ব আলী। এবিষয়ে সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক অনলাইন গণমাধ্যমকে বলেন, জনস্বার্থে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।