স্কেটিং ও রোপ স্কিপিংয়ে মেডেল অর্জনকারী বগুড়ার ৫ স্কেটারকে জেলা ক্রীড়া সংস্থার অভিনন্দন

স্কেটিং ও রোপ স্কিপিংয়ে মেডেল অর্জনকারী বগুড়ার ৫ স্কেটারকে জেলা ক্রীড়া সংস্থার অভিনন্দন

স্টাফ রিপোর্টর:  আজ ১ নভেম্বর ২০২৩ইং বিকেল ৪টায় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে  শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের একাংশে স্পিড স্কেটিং ও রোপ স্কিপিংয়ে ৬টি মেডেল অর্জনকারী বগুড়া রোলার স্কেটিং ক্লাবের ৫জন স্কেটারকে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিনন্দন ও তাদের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

স্কেটিং ও রোপ স্কিপিংয়ে মেডেল অর্জনকারী বগুড়ার ৫ স্কেটারকে জেলা ক্রীড়া সংস্থার অভিনন্দন

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন আয়োজিত গত ১৮-১৯ অক্টোবর ২০২৩ দুই দিন ব্যাপি সারা বাংলাদেশ থেকে ৫০০এর অধিক স্কেটারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে স্পিড রোলার স্কেটিং, রোল বল, ও স্কিপিং রোপস প্রতিযোগিতা ।

Pop Ads

এই প্রতিযোগীতায় স্কেটিংয়ে মোট ১৬ টি ইভেন্টের মধ্যে তিনটি ইভেন্টে, অনুর্ধ ১৪-১৬ (বালিকা) ২য় স্থান আর্জনকারী হাফসা বীনতে হানিফ (মীম)
* স্পিড স্কেটিং প্রতিযোগীতায় অনুর্ধ-৬ (বালিকা) বিভাগে ২য় স্থান আর্জনকারী আরাধ্যা মৃত্তিকা চৌধুরী।

* স্পিড স্কেটিং প্রতিযোগীতায় শিশু (বালক) বিভাগে ৩য় স্থান আর্জনকারী মো: তনয় ইসলাম।

রোপ স্কিপিংয়েও মোট ১৬ টি ইভেন্টের মধ্যে তিনটি ইভেন্টে,
* অনুর্ধ ১৬ (বালক) বিভাগে ২য় স্থান আর্জনকারী মো: নাবীয়্যূন ইসলাম পৃথিবী।

* অনুর্ধ ১৬ (বালিক) বিভাগে ২য় স্থান আর্জনকারী হাফসা বীনতে হানিফ (মীম)

* অনুর্ধ ১২-১৪ (বালিকা) বিভাগে ৩য় স্থান আর্জনকারী প্রকৃতি সরকার।

এবং অনূর্ধ্ব ৩ ক্ষুদে স্কেটার বিশেষ পুরস্কার অর্জনকারী মোছা: জিয়ানা  এবং বগুড়া রোলার স্কেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও কোচ  মো: আশরাফুল ইসলাম রহিত ও টিম ম্যানেজার মাসুদ রানার হাতে সার্টিফিকেট তুলে দেন বগুড়ার সুযোগ্য জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনিসহ অন্যান্য ব্যক্তিবর্গ।