চট্টগ্রামে যাত্রী সেজে বাসে আগুন

26
চট্টগ্রামে যাত্রী সেজে বাসে আগুন

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন চট্টগ্রামে যাত্রী সেজে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার সকাল ছয়টার দিকে নগরীর ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

Pop Ads

ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসাইন জানান, সকাল ছয়টার দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় যাত্রী তোলার জন্য লোকাল বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় যাত্রীবেশে দুই জন বাসে উঠে আগুন দিয়ে দ্রুত চলে যায়। ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।

এদিকে অবরোধে সিটি গেইট এলাকায় একটা প্রাইভেট কার ভাঙচুর করে অবরোধ সমর্থনকারীরা। অবরোধে নগরীতে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূর পাল্লার বাস চলাচল কম দেখা গেছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় নগরজুড়ে ও নগরীর প্রবেশমুখে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ ও বিজিবি।

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুনগাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির তিনদিনের অবরোধ শুরু, ঢাকায় যান চলাচল স্বাভাবিকবিএনপির তিনদিনের অবরোধ শুরু, ঢাকায় যান চলাচল স্বাভাবিক
পুলিশ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জ, আহত ২০পুলিশ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জ, আহত ২০
এর আগে, সোমবার রাত ১০টায় নগরীর জিইসি মোড়ে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসটি বিয়ের অনুষ্ঠানে পটিয়া থেকে যাত্রী নিয়ে এসেছিল। কে বা কারা বাসটিতে আগুন দিয়ে সটকে পড়ে।