আট নম্বর ব্যালন ডি’র ট্রফি মেসির

47
আট নম্বর ব্যালন ডি’র ট্রফি মেসির

যে গুঞ্জন শোনা গিয়েছিল হলো সেটাই। রেকর্ড আট নম্বর ব্যালন ডি’র ট্রফি নিজের করে নিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ইন্টার মায়ামি তারকা এই যাত্রায় পেছনে ফেলেছেন নওয়াওয়ের আর্লিং হালান্ডকে।

হালান্ড ম্যানচেস্টার সিটির হয়ে করেন ৫২ গোল, ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ট্রেবলও। তবে ব্যালন ডি’অরের দৌড়ে মেসির সামনে সেসব যথেষ্ট হয়নি। অবশ্য পেয়েছে বর্ষসেরা স্ট্রাইকার হিসেবে গার্ড মুলার ট্রফি।

Pop Ads

ব্যাল ডি’অর জিতে মেসি বলেন, নিজের অর্জনগুলো তার কাছে অবিশ্বাস্যই লাগে এবং বিশ্বের সেরা দলটার হয়ে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন। পূর্বসূরি দিয়েগো মারাদোকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেও ভোলেননি। একই রাতে নারীদের ব্যালন ডি’অর জিতেছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার এইতানা বোনমাতি। বর্ষসেরা গোলকিপার হিসেবে ইয়াসিন ট্রফি পেয়েছেন মেসিরই সতীর্থ এমিলিয়ানো মার্তিনেস।