পিএসজির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল গোল পোস্টও… !

4
পিএসজির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল গোল পোস্টও... !

এক বার কিংবা দুইবার নয়৷ গুনে গুনে ছয়বার পোস্টে লেগেছে পিএসজির প্রচেস্টা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে একবারও বল জালে পাঠাতে পারেননি কিলিয়ান এমবাপ্পেরা। ফলে শুধু ডর্টমুন্ড নয়, পিএসজির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল গোল পোস্টও!

দুই লেগে দুই গোল করে বরুশিয়া ডর্টমুন্ড পৌঁছে গেছে ফাইনালে। ১১ বছর পর ইউরোপ সেরার ফাইনালের মঞ্চে জার্মান ক্লাবটি।

Pop Ads

প্রথম লেগে নিকালাস ফুলক্রুগ এবং ফিরতি লেগে প্যারিসে গোল করেছেন ম্যাট হামেলস।
সিগন ইদুনা পার্কে কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমির প্রচেষ্টা পোস্ট কাঁপিয়ে ফিরেছিল। আর গতরাতে ঘরের মাঠে পিএসজির চারটি প্রচেষ্টা ফেরে পোস্টে লেগে। পার্ক দ্য প্রিন্সেসে যখন দুই দলই গোলের খুঁজে তখন জায়েরি এমেরির শট আটকে যায় পোস্টে।

এর তিন মিনিট পরই এগিয়ে যাওয়া গোল পেয়ে যায় ডর্টমুন্ড। ৬১ মিনিটে আরেকবার পোস্ট বাঁধা হয়ে দাঁড়ালে হতাশা বাড়ে পিএসজি শিবিরে। বক্সের বাইরে থেকে নুনো মেন্দেসের জোরাল শট সাইড পোস্টে লেগে বাইরে চলে যায়। শেষ দিকে কিলিয়ান এমবাপ্পে ও ভিতিনিহার আরও দুটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরলে হতাশার হার সঙ্গী হয় পিএসজির।

ফাইনালে যেতে না পারার হাতাশা লুকিয়ে রাখেননি কিলিয়ান এমবাপ্পে,’সবকিছু ভালো থাকলে পোস্টে লাগে না, গোল হয়ে যায়। আমরা আজ যথেষ্ট ছিলাম না, বিশেষ করে আক্রমণভাগে খেলা ফুটবলা