প্রাণঘাতী হাড়ক্ষয় রোগে নারীরা সবচেয়ে বেশি আক্রান্ত !

প্রাণঘাতী হাড়ক্ষয় রোগে নারীরা সবচেয়ে বেশি আক্রান্ত ! প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (স্বাস্থ্য চিকিৎসা): প্রাণঘাতী নীরব রোগ, অস্থিওপরোসিস বা হাড়ক্ষয়। ৫০ বছরের বেশি বয়সী নারী-পুরুষের যে কেউ এতে আক্রান্ত হতে পারেন। তবে, বেশি আক্রান্ত হন নারীরাই। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

প্রতিরোধে ধূমপান ত্যাগ, নিয়মিত ব্যয়ামসহ ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। মানুষের জন্মের সময় হাড় নরম থাকে। এরপর ধীরে ধীরে হাড়ে ক্যালসিয়াম জমা হয়ে হাড় শক্ত হয় বা ঘনত্ব বাড়ে। ফলে হাড় মজবুত হয়।

Pop Ads

মানুষের জন্মের ২০ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত এই ঘনত্ব বাড়তে থাকে। এরপর ধীরে ধীরে কমে যায়। যাকে বলা হয় অস্টিওপরোসিসি বা হাড় ক্ষয়। ৫০ বছরের পর প্রকাশ পেতে থাকে শরীরের হাড় ক্ষয় রোগের লক্ষণ। আর এটি এখন বৈশ্বিক সমস্যায় রুপ নিয়েছে।

বিশ্বে ৫০ এর উর্ধ্বে ৩ জন নারীর মধ্যে ১ জন আর ৫ জন পুরুষের মধ্যে ১ জন এই রোগে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন, এটি নিরব প্রাণঘাতী রোগ। তবে, এর চিকিৎসা আছে। এই রোগে যাতে সহজেই কেউ আক্রান্ত না হন; এজন্য সচেতনতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।