তীব্র গরমেও ফাটতে পারে ঠোঁট

1
তীব্র গরমেও ফাটতে পারে ঠোঁট

ঈদ গরমের মধ্যে হলেও ঠোঁট শীতকালের মতো শুষ্ক হয়ে ছিলো অনেকেরই। এতে ঈদের কাঙ্ক্ষিত লুক যেন অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। সাধারণত ঠোঁট ফাটার সমস্যা আমরা শীতকালে দেখি। কিন্তু অতিরিক্ত গরম থেকেও অনেক সময় ঠোঁট শুষ্ক হয়ে পড়ে।

ঈদের পরে তীব্র গরমও পড়তে শুরু করেছে। এ সময়ে ত্বকের পাশাপাশি ঠোঁটেরও নিতে হবে বিশেষ যতœ।
১। সবার প্রথমেই আসবে স্ক্রাবিং এর কথা।

Pop Ads

স্ক্রাবিং মৃত কোষ দূর করে ঠোঁট কোমল রাখতে সাহায্য করে। তাই নিয়মিত ঠোঁট স্ক্রাবিং করুন।
২। আমরা অনেকেই ঠোঁট রাঙ্গাতে লিপস্টিক বেশি ব্যবহার করে থাকি।

কিন্তু এসব প্রসাধনী ঠোঁটকে আরো বেশি রুক্ষ করে তোলে। তাই ঠোঁটের যতেœ লিপস্টিকের পরিবর্তে লিপবাম ব্যবহার করতে পারেন। এতে করে ঠোঁট ফাটবে না এবং মসৃণও থাকবে। একান্তই ঠোঁট রাঙাতে চাইলে বাজারে আজকাল কালারিং লিপবাম পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন।
৩।

আজকাল ঠোঁটের যতেœ বাজারে বেশ কয়েক রকমের লিপমাস্ক পাওয়া যাচ্ছে। এগুলো তীব্র গরমে ঠোঁটকে শুষ্কতা থেকে রক্ষা করে।