বগুড়া সান্তাহারে দীর্ঘদিন পরে চালু লালমনি-পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন

সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান, আদমদীঘি, বগুড়া): বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে করোনা ভাইরাসের কারণে ৬৬ দিন বন্ধ থাকার পর আবারও চালু হলো ট্রেন যোগাযোগ।

লালমনিহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি রবিবার দুপুর ১টা ৫৫ মিনিটে সান্তাহার জংশন ষ্টেশনে পৌঁছে আর বিকেল ৫ টা ১০ মিনিটে প গড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসটি সান্তাহার জংশন ষ্টেশনে পৌঁছে।

Pop Ads

এই দুটি ট্রেন যাত্রা বিরতির পর স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন যাত্রী এনামুল হক বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারী নির্দেশনা মেনে নিজের সুরক্ষায় মুখে মাস্ক লাগিয়ে বাসা থেকে রীতিমত প্রস্তুত হয়ে এসেছি।

এ ব্যাপারে সান্তাহার ষ্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানায়, লালমনি এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস দুটি আন্তনগর ট্রেনে সান্তাহার থেকে যাত্রীরা ঢাকায় চলাচল শুরু করেছে।

লালমনি এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যথা সময়ে সান্তাহার স্টেশন ছেড়ে যায়। করোনা ভাইরাস প্রতিরাধে ট্রেনে যাত্রী ওঠানোর আগে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here