বগুড়া পৌরসভা নির্বাচন- মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিলেন যারা !!

বগুড়া পৌরসভা নির্বাচন- মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিলেন যারা !!

সুপ্রভাত বগুড়া (এ.কে. দিপংকর): আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য বগুড়া পৌরসভা নির্বাচন (০২ ফেব্রুয়ারী) মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। শেষ দিন পর্যন্ত ৪ মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিনিয়র জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ইভিএম এর মাধ্যমে বগুড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসীল অনুযায়ী মঙ্গলবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন।

আগামী ৪ ফেব্রুয়ারী মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ১১ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের দিন এবং ১২ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ২৮ ফেব্রুয়ারী সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানাযায়, বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, ইসলামিক আন্দোলন বাংলাদেশের আব্দুল মতিন ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান আকন্দ।

Pop Ads

সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন: ১ নং ওয়ার্ডে ঃ সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, শাহ মো: মেহেদী হাসান হিমু, শফিকুল ইসলাম নয়ন, আসাদুজ্জামান, ২ নং ওয়ার্ডে ঃ উজ্জ্বল হোসেন, দিলবর হোসেন, সাইফুল ইসলাম, মোজাম্মেল হক, নুরুল ইসলাম, মানিক সরকার, জাহেদুর রহমান, পুটু মিয়া, রেজাউল ইসলাম সরকার, তৌহিদুল ইসলাম বিটু, সুমন, মজনু মিয়া, আব্দুর রহমান, তাজমিলুর রহমান, এফতাউল খলিফা, ৩ নং ওয়ার্ডে ঃ আমিনুল ফরিদ, ময়নুল হক, কবিরাজ তরুন কুমার চক্রবর্তী, ৪ নং ওয়ার্ডে ঃ আবু জাফর মোঃ মাহমুদুন্নবী রাসেল, আব্দুল মান্নান, তাজুল ইসলাম, আব্দুল মতিন।

৫ নং ওয়ার্ডে ঃ কাজী মাইনুর রহমান, আইনুল শেখ, সেতু খন্দকার, রেজাউল করিম, আনন্দ চন্দ্র দাস, সৈয়দ আনোয়ারুল ইসলাম বাবলা, আব্দুল হাসিব, অনন্য রহমান। ৬ নং ওয়ার্ডে ঃ পরিমল চন্দ্র দাস, আনন্দ কুমার দাস, আতিকুল হক। ৭ নং ওয়ার্ডে ঃ দেলোয়ার হোসেন পশারী, আহম্মদ কবির মিন্টু। ৮নং ওয়ার্ডে ঃ মোঃ ইব্রাহীম, হাফিজা ফেরদৌস, এস এম আলী হাসান রাব্বি, রাব্বি হাসান জুয়েল, রেজাউল করিম লাবু, এরশাদুল বারি এরশাদ, সুলতান মন্ডল, সামিউল হক।

৯ নং ওয়ার্ডে ঃ আলহাজ্ব শেখ, আজিজুল হক মঞ্জু, মোস্তাকিম রহমান। ১০ নং ওয়ার্ডে ঃ মাহবুবর রহমান লুলকা, আরিফুর রহমান। ১১ নং ওয়ার্ডে ঃ সিপার আল বখতিয়ার, শেখ এজাজুল হক ডনেল, নুর খান। ১২ নং ওয়ার্ডে ঃ আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম প্রামানিক, জাকিয়া সুলতানা, এস এম তুহিন, এনামুল হক সুমন, সামসাদ আলম, মেহেদী হাসান। ১৩ নং ওয়ার্ডে ঃ হেফজুল আমিন, জহুরুল ইসলাম আকন্দ, মীর মিজানুর রহমান, মমিনুর রশিদ শাইন, নজরুল ইসলাম, আরিফুল ইসলাম, ছাদেকুর রহমান, আবু বক্কর মোঃ খায়রুল ইসলাম, হোসেন আলী, তোফাজ্জল হোসেন, শহিদুল ইসলাম, জাহেদ হোসেন, খোরশেদ আলম, আতাউর রহমান, মহিদুল ইসলাম, আল মামুন, নাদিম হোসেন।

১৪ নং ওয়ার্ডে ঃ নবিউল হাসান নবিন, এস এম আফজাল হোসেন, আব্দুল মজিদ ফকির, ওবায়দুল হক রানু, আব্দুল খালেক, সাজ্জাদ হোসেন, শফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রেজাউল করিম, রফিকুল ইসলাম, মশিউর রহমান, আব্দুল বারী। ১৫ নং ওয়ার্ডে ঃ আমিনুল ইসলাম, নুরুল আলম, এমদাদুল হক, মামুনুর রশিদ মামুন, শাহিন হোসেন, আব্দুল গফুর প্রাং, বাদল চন্দ্র কুন্ডু, মাসুদ রানা, মাহফুজার রহমান মাফু। ১৬ নং ওয়ার্ডে ঃ এরশাদ শেখ, আমিন আল মেহেদি, হারুন ইর রশিদ, জহুরুল ইসলাম, রুহুল কুদ্দুস। ১৭ নং ওয়ার্ডে ঃ আলহাজ্ব আব্দুল গফুর, মাসুদ রানা, রঞ্জু সোনার, ইকবাল হোসেন রাজু, রফিকুল ইসলাম রফিক, মেজবাউল হামিদ, ফয়সাল আহম্মেদ, আবু বকর সিদ্দিক, গোলাম মোস্তফা, দলিলুর রহমান, সুজ্জাতুল আলম।

১৮ নং ওয়ার্ডে ঃ শফিকুল ইসলাম শফিক, এনামুল হক, রাজু হোসেন পাইকার, রফিকুল ইসলাম অরুন, এস এম মোরশেদ মিটন, টিপু সুলতান টিপু, হাবিবুর রহমান হাবিল, ছালেহীন ইসলাম, মাসুদার রহমান বুলবুল। ১৯ নং ওয়ার্ডে ঃ ওছমান গনী, নজরুল ইসলাম বাবু, আনোয়ার হোসেন, কাফী সরদার, দেলোয়ার হোসেন, লুৎফর রহমান, এস এম সোহাগ। ২০ নং ওয়ার্ডে ঃ ইমাম হোসেন সরকার, রোস্তম আলী, জামিল উদ্দিন। ২১ নং ওয়ার্ডে ঃ রুহুল কুদ্দুস ডিলু, মিটু প্রাং, শহিদুল ইসলাম, আব্দুল মজিদ।

সংরক্ষিত আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন : সংরক্ষিত ওয়ার্ড ১ (১.২.৩ নং ওয়ার্ড) মোছা: নিলুফা কুদ্দুস, মোছা: হুমায়রা ফারজানা, মোছা: জোবাইদা বেগম, মোছা: রুবিয়া খাতুন, মোছা: আইভী খাতুন, মোছা: মিনা বেগম। সংরক্ষিত ওয়ার্ড ২ (৪.৫.৬ নং ওয়ার্ড) মোছা: হাছনা আক্তার, মোছা: স্বপ্না বেগম,মোছা: মিনিয়ারা বেগম, মোছা: মাহমুদা আকতার মুক্তা, মোছা: ফারুক সাখিনা শিখা, মোছা: মারজিয়া হাসান।

সংরক্ষিত ওয়ার্ড ৩ (৭.৮.৯ নং ওয়ার্ড) মোছা: হোসনে আরা হাসি, মোছা : রোকেয়া বেগম, উম্মে আছমা খাতুন। সংরক্ষিত ওয়ার্ড ৪ (১০.১১.১২) মোছা: ফাতেমা বেগম, মোছা: খোদেজা খাতুন, মোছা : রেবেকা সুলতানা, মোছা: রাবেয়া খাতুন, মোছা: আফরোজা আক্তার রিমা, বিলাসী রানী সরকার, শাহিনুর। সংরক্ষিত ওয়ার্ড ৫ (১৩.১৪.১৫) মোছা: এমেলিয়া, মোছা: রোকেয়া খাতুন, মোছা: মমতাজ বেগম, মোছা: শিরিন আকতার, মোছা: শিরিন আকতার শিল্পি, মোছা : জাফরিন সুলতানা নিলাভ, মোছা: আক্তারি খাতুন।

সংরক্ষিত ওয়ার্ড ৬ (১৬.১৭.১৮) মোছা: মুন্নী, মোছা: স্বপ্না চৌধুরী, মোছা: সুবর্ণ আকতার মুক্তি, মোছা: জান্নাতুল ফেরদৌসী, মোছা: মিনারা বেগম, মোছা: মুক্তি বেগম, মোছা: মাজেদা ইয়াসমিন। সংরক্ষিত ওয়ার্ড ৭ (১৯.২০.২১) মোছা: নাদিরা বেগম, মোছা: শাহেরা খাতুন, মোছা: মোকছেদা বেগম, মোছা: মঞ্জুয়ারা খাতুন, মোছা: রঞ্জনা বেগম, মোছা: খালেকুন্নাহার বেগম, মোছা: রেহেনা বেগম, মোছা: রোকেয়া খাতুন, মোছা: হাওয়া বেগম, মোছা: ফেরদৌসি বেগম, শামিমা আক্তার, ডলি বেগম সাহনাজ।।