মিল পাওয়া গেছে ১৯৭১এবং ২০২১ এর ক্যালেন্ডারের !

মিল পাওয়া গেছে ১৯৭১এবং ২০২১ এর ক্যালেন্ডারের !

সুপ্রভাত বগুড়া (সোহেল রানা, কুড়িগ্রাম ): ১৯৭১ এবং ২০২১ এর ক্যালেণ্ডার হুবহু এক! গাণিতিক ব্যাখ্যা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ ফিরে গেলো তাঁর জন্মবর্ষে। এটার কারণ হলো:লক্ষ্য করুণ, ১৯৭১ সালের প্রথম দিন শুক্রবার।

১৯৭১ আর ২০২১ সালের মধ্যে ৫০ বছরের পার্থক্য। আর লীপ ইয়ার ১২ টা। তাহলে দিনের পার্থক্য = ৫০×৩৬৫ + ১২ + ১ = ১৮২৬৩ এই দিনের পার্থক্য ৭ দিয়ে বিভাজ্য। (সপ্তাহের ৭ দিন) যার জন্য ১৮২৬২ দিন পরে, অর্থাৎ ১৮২৬৩ তম দিনে আবার ১ তারিখে শুক্রবার হবে।

Pop Ads

তার মানে গোটা পঞ্জিকাই রিপিট করবে। এতে করে ২০২১ সাল আমাদের মুক্তিযুদ্ধের কথা মনে করিয়ে দেয়। সালাম ও সম্মান প্রত্যেক মুক্তিযোদ্ধাদের।