১৫ আগস্ট দেশে সাইবার হামলার হুমকিতে নড়েচড়ে বসেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান

১৫ আগস্ট দেশে সাইবার হামলার হুমকিতে নড়েচড়ে বসেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান

১৫ আগস্ট দেশে সাইবার হামলা হতে পারে এমন খবরে নড়েচড়ে বসেছে সরকারি-বেসরকারি দপ্তরসহ ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। শুক্রবার সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বা কেন্দ্রীয় সার্টে এমন সতর্ক বার্তা দেওয়া হয়েছে। হুমকিদাতারা নিজেদের ভারতীয় হ্যাকার দাবি করলেও তাদের খুব বড় হুমকি মনে করছেন না সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা।

ডি কোডস্ ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক আরিফ মাইনুদ্দিন বলেন, সাইবার হামলার হুমকির পর তা ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। তবে এ হুমকি বড় কোনো হ্যাকারের না হলেও ভবিষ্যৎ নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিটি প্রতিষ্ঠানের পদক্ষেপ নেওয়া জরুরি।

Pop Ads

দেশের টিভি চ্যানেলের ওপর আক্রমণের কথা বলা হয়েছে সতর্কবার্তায়। তবে এ বিষয়ে সময় টেলিভিশনের সম্প্রচার ও তথ্য প্রযুক্তি প্রধান সালাহউদ্দিন সেলিম বলেন, এ ধরনের হ্যাকিংয়ের চেষ্টা প্রায়ই হয়ে থাকে। তাই সতর্ক থাকা জরুরি। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) চেয়ারম্যান ও সিইও ড. শাহজাহান মাহমুদ বলেন, সাইবার হামলা হলেও বঙ্গবন্ধু স্যাটেলাইটের ওপর এর কোনো প্রভাব পড়বে না।

এদিকে, যেকোনো ধরনের সাইবার হামলা রোধে পুলিশের সাইবার ইউনিট প্রস্তত বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। পাশাপাশি বিশেষজ্ঞরা সাইবার হামলা ঠেকাতে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ওয়েবসাইটের দুর্বলতা শনাক্ত করে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।