‘পাশে আছি আমরা’ সংগঠনের উদ্যোগে বগুড়ায় মাস্ক ও ক্যালেন্ডার বিতরণ

‘পাশে আছি আমরা’ সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বগুড়া শহরের সাতমাথায় করোনা সংক্রমনরোধে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও পবিত্র রমজানের ক্যালেন্ডার বিতরণ করা হয়। ছবি-প্রতিবেদক

সুপ্রভাত বগুড়া (নিজস্ব প্রতিবেদক): ‘মানবতাই হোক আমাদের অঙ্গিকার’ সামাজিক সংগঠন ‘পাশে আছি আমরা’ সংগঠনের উদ্যোগে বগুড়ায় মাস্ক ও পবিত্র মাহে রমজানের ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের সাতমাথা এলাকায় সাধারণ জনগন ও পখচারীদের মাঝে ১০০০পিচ ক্যালেন্ডার ও তিন শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

Pop Ads

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে করোনা সংক্রমনরোধে এবং আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে তাদের এই মহতী উদ্যোগ।

এসময় উপস্থিত ছিলেন ‘পাশে আছি আমরা’ সংগঠনের বগুড়ার নেতা মো. সারোয়ার হোসেন, মাসুদ রানা, আলমগীর হোসেন, ওহাব আলী, মেহেদী হাসান, মহিদুল ইসলাম, রাসেল আহম্মেদ আলী আজম প্রমুখ।

এটি একটি সামজিক সংগঠন। সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে যুব সমাজকে সুসংগঠিত করার প্রচেষ্টায় “পাশে আছি আমরা”। ভেদাভেদ ভুলে “পাশে আছি আমরা” স্বেচ্ছাসেবক হিসেবে দেশের সেবায় নিয়োজিত থাকবো বলে তারা ব্যক্ত করেন।