অবশেষে বিনা মু’ক্তিপণে দমদমিয়া থেকে নিঁখোজ ৩ বন পাহারা দলের সদস্য উদ্ধার !

অবশেষে বিনা মু'ক্তিপণে দমদমিয়া থেকে নিঁখোজ ৩ বন পাহারা দলের সদস্য উদ্ধার !

কক্সবাজারের টেকনাফে বনবিভাগের পাহারা দলের অপহৃত নিখোঁজ তিন সদস্যকে অবশেষে বিনা-মু’ক্তিপণে উদ্ধার করা হয়েছে।

গত শনিবার (২ সেপ্টেম্বর) সকালে অপহরণকারীরা অপহৃত মো. শাকেরের মায়ের মুঠোফোনে কল দিয়ে ২০ লাখ টাকা ও অপহৃত মোহাম্মদ রহিমের বাড়িতে তার রেখে যাওয়া মুঠোফোনে কল দিয়ে একই অঙ্ক মুক্তিপণ দাবি করে বলে জানা যায়।

Pop Ads

এদিকে মুক্তিপণ না দিলে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেন অপহরণকারীরা। এসময় তাদেরকে ব্যাপক শারীরিক নির্যাতন চালিয়ে মুঠোফোনে চিৎকার শুনান।

এরপর থেকেই টেকনাফ মডেল থান পুলিশ নিখোঁজ বন পাহাড়াদারদের উদ্ধারে মাঠে নামেন। এদিকে স্থানীয় মেম্বার মোহাম্মদ আলীর নেতৃত্বে শতাধিক স্থনীয় লোকজন ও বন পাহারা দলের অর্ধশতাধিক সদস্য পাহাড়ে অভিযান চালায়।

অবশেষে, আজ সোমবার (৪ সেপ্টেম্বর) নিখোঁজ ৩ বন পাহাড়াদারকে বিনা-মু’ক্তিপণে দমদমিয়া থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।