আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন

আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন।

সুপ্রভাত বগুড়া (সোহেল রানা):  “” সবাইকে ফাগুনের শুভেচ্ছা”” আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন, কোকিলের মায়াবী সুরে শ্যামলিমায় জেগে; বেজে উঠার বীণ!! শীতের পৃষ্ঠে বন্ধন থেকে জীর্ণতা নিল সরিয়ে, সেজে উঠার এই দিন ; এই বসন্ত প্রকৃতির ফুলে ফুলে।।

বসন্ত মানে –নতুন প্রাণের কলরব; যেন ফুলসোটা, বসন্ত মানেই– মৃদু হাওয়ায় প্রিয় মানুষের হাত ধরে হাঁটা।। মিলনের ঋতু–মনকে সাজায় বাসন্তী রঙ্গে; জীর্ণতা সরিয়ে নতুন শুরুর প্রেরণা, তাইতো সবুজ পল্লবের আবডালে লুকিয়ে; বসন্তের দূত কোকিলের আনাগুনা।।

Pop Ads

সাথে হয়ত মানব মনেও ; বসন্ত কচি পাতায় আনে নতুন রং কিংবা আলোর নাচন, কোকিলের মধূর কুহুকুহু ডাকে ব্যকুল করে বিরহ মন।। সবার প্রাণে লাগুক ফাগুনের রং; বসন্তের মত হোক আমাদের জীবন।। শুভ বসন্ত–শুভ বসন্ত শুভ বসন্ত।। সান্ধ্য কবি সুলতানা রাজিয়া।