ইলিশ সংরক্ষণ অভিযানে সাড়ে ৫ হাজার জেলের কারাদণ্ড

ইলিশ সংরক্ষণ অভিযানে সাড়ে ৫ হাজার জেলের কারাদণ্ড!

সুপ্রভাত বগুড়া (জাতীয়): এবার ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার ৫৩৩ জেলেকে কারাদণ্ড ও ৯১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন অভিযান বাস্তবায়ন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আজ শনিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় দেশের ৩৬ জেলার ১৫২ উপজেলায় ২ হাজার ৬৪০টি ভ্রাম্যমাণ আদালত ও ১৯ হাজার ৮১৮টি অভিযান পরিচালনা করা হয়েছে।

Pop Ads

২৪৩ কোটি ৩৬ লাখ ৪ হাজার টাকার কারেন্ট জাল জব্দ হয়। এ সময় ৯০ লাখ ৮৩ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে। মামলা হয়েছে ৬ হাজার ৯০৪টি। ৪৫.৪১ মেট্রিক টন ইলিশ মাছ জব্দ করা হয়।