একাদশ শ্রেণি বিষয়ভিত্তিক প্রশ্ন

7
একাদশ শ্রেণি বিষয়ভিত্তিক প্রশ্ন

                                কবিতা

                  নূরলদীনের কথা মনে পড়ে যায়

Pop Ads

                       সৈয়দ শামসুল হক

                       [পূর্বপ্রকাশের পর]

২৬। ‘আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে’—এখানে কবি সৈয়দ শামসুল হকের কোন মনোভাবটি প্রকাশ করা হয়েছে?

ক) অনুরোধ খ) ইচ্ছা

গ) সংগঠিত করা ঘ) জাগ্রত করা

২৭। ‘জাগো, বাহে’ কোনঠে সবায়’—বাক্যটির মধ্য দিয়ে বাংলার মানুষের কোন দিকটি ফুটে উঠেছে?

ক) কাপুরুষতা খ) সংঘবদ্ধতা

গ) আরামপ্রিয়তা ঘ) ঐতিহ্য

২৮। ‘যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়’—বাক্যটিতে বাংলার কোন সংগ্রামের পথ উন্মোচিত হয়েছে?

ক) ভাষার খ) চেতনার

গ) স্বাধীনতার ঘ) ধর্মীয়

২৯।

‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় প্রথম অংশে কোন ধরনের বিষয় ফুটে উঠেছে?
ক) প্রকৃতির অপরূপ সৌন্দর্য

খ) মাতৃভূমির প্রতি ভালোবাসা

গ) স্বদেশপ্রেম ঘ) জীবনালেখ্য

৩০। সৈয়দ শামসুল হক ছিলেন

র. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র

রর. ইংরেজি বিভাগের ছাত্র

ররর. সাংবাদিক

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

৩১। সৈয়দ শামসুল হকের কাব্যগ্রন্থ হিসেবে গ্রহণযোগ্য হলো—

র. বৈশাখে রচিত পঙক্তিমালা

রর. প্রতিধ্বনিগণ

ররর. ঈর্ষা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

৩২। ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতার আকাশের নিচে রয়েছে—

র. গ্রাম রর. গঞ্জ ররর. লোকালয়

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও :

‘রহিমের সংসারে সুখের অন্ত নেই।

কিন্তু হঠাৎ তার সংসারে নেমে আসে ভীষণ বিপদ। এক বিপথগামী তরুণ তার দরজায় শব্দ করে। তখন রহিম সগিরের কথা মনে করে, তার ডাকে সাড়া দেওয়ার কথা মনে করে।’
৩৩।

‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতার কার সঙ্গে সগিরের সাদৃশ্য রয়েছে?
ক) নূরলদীনের খ) কবির

গ) মুক্তিযোদ্ধাদের ঘ) দালালদের

৩৪। উপরোক্ত চরিত্রটি হলোু

র. প্রতিবাদী

রর. সাহসী

ররর. সাম্রাজ্যবাদবিরোধী

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

 

উত্তর : ২৬. ক ২৭. খ ২৮. গ ২৯. ক ৩০. ঘ ৩১.ক ৩২. ঘ ৩৩. ক ৩৪. ঘ।