স্মৃতি কুয়াশার চাদর…..

স্মৃতি কুয়াশার চাদর.....
সেলিনা আক্তার নিশী

কুয়াশার চাদরে জড়ানো স্স্তৃতি রাশি মালা,,
দেখি তাকে আঁখি পাতে মন পুরা জ্বালা,,,!!
সময়ের ব্যবধানে আজ আমি একা,
চাইলেও যায়না মুছা ভাগ্যের রেখা,,,,!!
কষ্টের মনিটরে দেখি বারে বার
ওজনে শূন্য তবুও,
পাহাড়ো সমান,,,,!!

হাসি মুখে থাকি তাই,সুখীদের মতো,
বুঝিতে পারেনা কেউ হৃদয়ের ক্ষত,,,!!
জীবনের কাছে কিছু নেই আর চাওয়া,
যা ছিলো ভাগ্যে, হয়ে গেছে পাওয়া,,,,!!
সাজানো বাগান ছিলো ফুলে ফুলে ভরা,
আজ সেথায় হয়ে গেছে মরুভূমি খড়া,,,!!
কষ্টের দাবানলে পুরে হলাম ছাই
চারি দিকে শূন্যতা কেউ পাশে নাই,,,,,!!!

Pop Ads

ভাবি আমি বসে আজ,কেনো এতো প্রেমে সাজ,
করে সারা বিশ্ব,,
শেষ মেষ কষ্টে হয়ে যায় নিঃস্ব,,,,!!!
পরাজয়ের ডায়রিতে লিখে দিছি ব্যার্থ,,
ভুলে যাওয়ার আগে প্রেম দেয় নানা শর্ত,,,,,!!!
ভালো থাকার পাসওয়ার্ড থাকে শুধু মনে,
বিষ মাখা তীর দিয়া মারে ঐ খানে,,,,!!
কুয়াশার চাদরে মুড়ি দিয়ে কত
ঢেকে রাখি অবশেষে মন পুরা ক্ষত,,,,,!!!

প্রিয় কিছু হারিয়ে আজ এই গতি,
বুঝিনা কখন দিন,কখন হয় রাত্রি,,,,!!
প্রার্থনা করি বিধি তর কাছে আজ,,
কেউ যেনো করেনা কভু,মন ভাঙ্গা কাজ,,,,!!
ভালো থেকো সুখে থেকো নিয়ে নব ফুল,,
এজীবনে করোনা কেউজ্যান্ত মারার ভুল,,,,!!
পেলাম না রে জীবনে স্নেহ মায়া আদর,,
লুকিয়ে থাকি জড়িয়ে গায়ে,স্সৃতি কুয়াশার চাদর,,,,,,,!!!!