এক নজরে বগুড়ায় রেডজোনে থাকা ৯টি এলাকার করোনা পরিস্থিতি বিস্তারিত

এক নজরে বগুড়ায় রেডজোনে থাকা ৯টি এলাকার করোনা পরিস্থিতি বিস্তারিত।-সুপ্রভাত বগুড়া
স্টাফ রিপোর্টার: আজ থেকে শেষ হচ্ছে বগুড়া শহরের ৯টি এলাকার রেডজোনের মেয়াদ। ২য় দফায় ৯টি এলাকায় রেডজোনের কার্যকর শুরু হয় ১৪জুন থেকে। গত ১৫জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত রেড জোন এলাকার সামগ্রিক বিষয় জেনে নিন “এক নজরে বগুড়ায় রেডজোনে থাকা ৯টি এলাকার করোনা পরিস্থিতি বিস্তারিত তথ্য থেকে।

চেলোপাড়াঃ 

  • ★ গত ১লা এপ্রিল থেকে ১৫জুন পর্যন্ত, ৭৫দিনে মোট আক্রান্ত ছিল- ৭৪জন।
  • ★ গত ১৫জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত, আক্রান্ত বেড়ে মোট- ১১৮জন।
  • ★ ২য় দফা রেডজোন পরবর্তী ৩৫দিনে নতুন আক্রান্ত- ৪৪জন।

নাটাইপাড়া ও বউবাজারঃ

  • ★ গত ১লা এপ্রিল থেকে ১৫জুন পর্যন্ত, ৭৫ দিনে মোট আক্রান্ত ছিল- ২৯জন।
  • ★ গত ১৫ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত আক্রান্ত বেড়ে মোট- ৬৯জন।
  • ★ ২য় দফা রেডজোন পরবর্তী ৩৫দিনে নতুন আক্রান্ত- ৪০জন।

সুত্রাপুরঃ

  • ★ গত ১লা এপ্রিল থেকে ১৫জুন পর্যন্ত, ৭৫ দিনে মোট আক্রান্ত ছিল- ২৫জন।
  • ★ গত ১৫ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত আক্রান্ত বেড়ে মোট- ৯৬জন।
  • ★ রেডজোন পরবর্তী ৩৫দিনে নতুন আক্রান্ত- ৭১জন।

নারুলী ও কৈপাড়াঃ

  • ★ গত ১লা এপ্রিল থেকে ১৫জুন পর্যন্ত, ৭৫দিনে মোট আক্রান্ত ছিল- ২৬জন।
  • ★ গত ১৫ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত আক্রান্ত বেড়ে মোট- ১০০জন।
  • ★ রেডজোন পরবর্তী ৩৫দিনে নতুন আক্রান্ত- ৭৪জন।

ঠনঠনিয়া ও হাড়িপাড়াঃ

  • ★ গত ১লা এপ্রিল থেকে ১৫জুন পর্যন্ত, ৭৫ দিনে মোট আক্রান্ত ছিল- ৩৬জন।
  • ★ গত ১৫জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত আক্রান্ত বেড়ে মোট ১১২জন।
  • ★ রেডজোন পরবর্তী ৩৫দিনে নতুন আক্রান্ত- ৭৬জন।

মালতীনগর ও বকশিবাজারঃ

  • ★ গত ১লা এপ্রিল থেকে ১৫জুন পর্যন্ত, ৭৫ দিনে মোট আক্রান্ত ছিল- ৪৬জন।
  • ★ গত ১৫জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত আক্রান্ত বেড়ে মোট- ১০৭জন।
  • ★ রেডজোন পরবর্তী ৩৫দিনে নতুন আক্রান্ত- ৬১জন।

জলেশ্বরীতলাঃ

  • ★ গত ১লা এপ্রিল থেকে ১৫জুন পর্যন্ত, ৭৫ দিনে মোট আক্রান্ত ছিল- ৩৪জন।
  • ★ গত ১৫ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত আক্রান্ত বেড়ে মোট- ৯৮জন।
  • ★ রেডজোন পরবর্তী ৩৫দিনে নতুন আক্রান্ত- ৬৪জন।

কলোনী ও লতিফপুরঃ

  • ★ গত ১লা এপ্রিল থেকে ১৫জুন পর্যন্ত, ৭৫দিনে মোট আক্রান্ত ছিল- ২৪জন।
  • ★ গত ১৫ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত আক্রান্ত বেড়ে মোট- ৭৯জন।
  • ★ রেডজোন পরবর্তী ৩৫দিনে নতুন আক্রান্ত- ৫৫জন। উল্লেথ্য, গত ১৫জুন থেকে ১৯জুলাই পর্যন্ত ৯টি রেডজোন এলাকায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা মাত্র ৪৮৫জনে দাঁড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here