কারখানা লে অফ ঘোষণা করার প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিজিএমইএ প্রধান কার্যালয় ঘেরাও

সুপ্রভাত বগুড়া ডেস্ক: ফাউন্টেন গার্মেন্টসের নয় শতাধিক শ্রমিকের চার মাসের বেতন বকেয়া রেখে কারখানা লে অফ ঘোষণা করার প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিজিএমইএ প্রধান কার্যালয় ঘেরাও করে রেখেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

রোববার সকাল সাড়ে দশটায় আশুলিয়ার বাইপাইল থেকে এসে ফাউন্টেন গার্মেন্টসের শ্রমিকরা বিজিএমইএ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিএমইএ কার্যালয় অবরুদ্ধ রয়েছে।

Pop Ads

উক্ত গার্মেন্টসের সিনিয়র অপারেটর রঞ্জু জানান, না খেয়ে অনেক কষ্ট করে থাকতেছি। বাসা ভাড়া দিতে না পারায় বৃষ্টির মধ্যে বাসা থেকে বের করে দিয়েছে।

বকেয়া বেতন পরিশোধ না করলে কিভাবে সংসার চালাব বুঝতেছিনা। বকেয়া বেতনের বিষয়ে বিজিএমইএ কর্মকর্তারা কোন রুপ ফয়সালা করতে পারছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here