জাতীয় দলের কোচ জেমি ডে করোনাক্রান্ত !

জাতীয় দলের কোচ জেমি ডে করোনাক্রান্ত ! ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচ জিতে বেশ উৎফুল্ল মেজাজেই ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে বড় দুঃসংবাদ। করোনা আক্রান্ত হয়েছেন দলটির হেডকোচ জেমি ডে। শনিবার জাতীয় ফুটবল দলের করোনা পরীক্ষার করা হয়।

সেদিন রাতেই ফলাফল চলে আসে, যেখানে করোনা পজিটিভ হন হেডকোচ জেমি ডে। পজিটিভ হলেও হালকা ঠান্ডা ছাড়া তেমন কোনো উপসর্গ নেই জেমির। সংশয় দূর করতে আজ আবারো করোনা পরীক্ষা করবেন এই ব্রিটিশ কোচ।

Pop Ads

এরই মধ্যে ১৪ দিনের আইসোলেশনে চলে গেছেন জেমি ডে। তার অবর্তমানে মঙ্গলবার নেপালের বিপক্ষে ম্যাচে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস।

চলতি সিরিজের জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা বাফুফে সদস্য আমের খান গণমাধ্যমকে বলেন, এতে আসলে বলার কিছু নেই।

এখন পরিস্থিতিটাই এমন, যে কারো করোনা পজিটিভ হতে পারে। জেমির করোনাভাইরাসে আক্রান্ত হওয়া আমাদের জন্য দুঃখজনক বিষয়। তার দ্রুত সুস্থ্যতার সকল ব্যবস্থা এরই মধ্যে নেয়া হয়েছে।