জয়পুরহাটে মোবাইল ফোন চোর সিন্ডিকেটের ৪ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ

জয়পুরহাটে মোবাইল ফোন চোর সিন্ডিকেটের ৪ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি- এম রাসেল

সুপ্রভাত বগুড়া ( এম রাসেল আহম্মেদ): জয়পুরহাটের পাঁচবিবিতে মোবাইল ফোন চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে উপজেলার কবরস্থান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাই মোবাইল ফোন,  ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার চকিদার পাড়া গ্রামের আবুল কালামের ছেলে তুহিন ইসলাম (২০), পশ্চিম বালিঘাটা গ্রামের আবুল হাসানের ছেলে রানু হোসেন(৩৩) ঢাকাইয়া পট্রি গ্রামের  গিরেন রায়ের ছেলে জনি রায়(২০), হরিপুর গ্রামের হামিদ শেখের ছেলে রনি শেখ (২৪)।

Pop Ads

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মোবাইল ফোন চুরি করে আসছিল।

কবরস্থান এলাকায় চোরাই মোবাইল ফোন চক্রের সদস্যরা বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন কেনাবেচা করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬টি চোরাই স্মার্ট মোবাইল ফোন,  ১টি ল্যাপটপসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি, ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।