ঠাকুরগাঁওয়ে তারুণ্যের অগ্রগতি সামাজিক সংগঠনের এর উদ্বোগে বিনামূল্যে মাস্ক বিতরণ  

ঠাকুরগাঁওয়ে তারুণ্যের অগ্রগতি সামাজিক সংগঠনের এর উদ্বোগে বিনামূল্যে মাস্ক বিতরণ । ছবি-আলমগীর
সুপ্রভাত বগুড়া (আলমগীর হোসেন): করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেছে ঠাকুরগাঁও তারুণ্যের অগ্রগতি অরাজনৈতিক সামাজিক  সংগঠন। শুক্রবার  বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা ১৭ জগন্নাথপুর কালিতলা বাজার এলাকায় বিনা মুল্যে মাস্ক বিতরণ  করা হয়।
এ সময় সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারও চালান  সংগঠনের সদস্যরা ।
বিকাল ৪ টার দিকে কালিতলা বাজারে চাতালে সদস্যরা  সমবেতন  হন। বাজারের  ব্যস্ততম ওই এলাকায় যেসব পরিবহনের চালক, যাত্রী ও পথচারীদের মাস্ক পরা ছিল না, তাঁদের মাস্ক পরিয়ে দেন তাঁরা।
পরে তারুণ্যের অগ্রগতি সামাজিক  সংগঠনের সদস্যরা  বিভিন্ন দলে ভাগ হয়ে কালিতলা বাজার এলাকার বেশ কয়েকটি মার্কেট ঘুরে দোকানি, ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক উপহার দেন এবং করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার চালান।
এ কর্মসূচির স্লোগান ছিল ‘নো মাস্ক, নো ফ্রেন্ডস’। এতে সংগঠনের  মুখ্যপত্র হিসাবে সাহেদুর ইসলাম শামিম, আলতাফ হোসেন , সভাপতিত্বে পরিচালনা করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন তারুণ্যের অগ্রগতির  উপদেষ্টা ও সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী খান,
উক্ত  অনুষ্ঠানে আরে অংশ গ্রহণ করেন ১৭নং জগন্নাথপুর ২নং ওয়ার্ড ইপি সদস্য জুবাইদুর রহমান বাবুল, ওয়ার্ড আওয়ামীলীগ এর  সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক ইপি সদস্য সহ সংগঠনের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here