ডেঙ্গু প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের অফিস ও নিজ নিজ বাসস্থানের জন্য দেয়া হয়েছে ৭ নির্দেশনা

ডেঙ্গু প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের অফিস ও নিজ নিজ বাসস্থানের জন্য দেয়া হয়েছে ৭ নির্দেশনা। প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (স্বাস্থ্য কণিকা): করোনা সংকটের মধ্যে যাতে ডেঙ্গুর প্রকোপ না ঘটে তার জন্য প্রস্তুতি নিচ্ছে সরকারি অফিস। মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের অতিরিক্ত সচিব এবং এর অধীন দপ্তর ও সংস্থা প্রধানদের কাছে রবিবার পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। ‘ডেঙ্গু প্রতিরোধকল্পে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ’ শিরোনামের চিঠিতে বলা হয়েছে, গত বছরের মতো চলতি বছরও রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে।

Pop Ads

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের অফিস ও নিজ নিজ বাসস্থানে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো—

১. অফিস কক্ষ, ওয়াশরুম, অপ্রয়োজনীয় কাগজপত্র, পরিত্যক্ত বোতল, টায়ার-টিউব, ডাবের খোসা, অফিসের আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

২. আঙ্গিনা, ওয়াশরুম, বাসস্থানসহ এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে।

৩. ফুলের টব, বাসস্থানের ছাদ বাগানসহ পানি জমে থাকে এমন সব পাত্র অপসারণ বা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।

৪. ডেঙ্গু প্রতিরোধে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত উপায়গুলো প্রয়োগ করতে হবে।

৫. গৃহীত কার্যক্রম সম্পর্কে এই মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

৬. ডেঙ্গু প্রতিরোধের জন্য ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

৭. এসব কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

সরকারি হিসাবে, গত বছর সারা দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ১৭৯ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here