ঢাকাসহ ৫ জেলা: মাধ্যমিক সোমবার বন্ধ হলেও প্রাথমিক বিদ্যালয় খোলাই থাকছে

2
ঢাকাসহ ৫ জেলা: মাধ্যমিক সোমবার বন্ধ হলেও প্রাথমিক বিদ্যালয় খোলাই থাকছে

দেশে চলমান তাপপ্রবাহের কারণে ঢাকাসহ দেশের পাঁচটি জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয় খোলাই থাকছে।

তীব্র তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ এবং ঈদ, রোজার দীর্ঘ ছুটি শেষে আজ রোববার প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এক দিন ক্লাসের পর আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশের পাঁচটি জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল সোমবার বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা ছাড়া বাকি জেলাগুলো হলো চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী।

Pop Ads

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব এলাকার যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা আছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে।

এরপর রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নেই। যেহেতু প্রাথমিকের সব ক্লাস সকালে হবে, তাই প্রাথমিক বিদ্যালয় খোলাই থাকবে।

এর আগে গতকাল শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, প্রচণ্ড দাবদাহের কারণে এক সপ্তাহ ছুটির পর আজ রোববার (২৮ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোও খুলছে। তবে ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস হবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

চলমান দাবদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলো ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এক পালায় (শিফটে) পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই পালায় বিদ্যালয়গুলোয় প্রথম পালা সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় পালা সকাল পৌনে ১০টা থেকে থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে। তবে প্রাক্-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আর দাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ থাকবে।টিফিনের বিরতির পর ক্লাস শুরুর আগে কিছু সময়ের জন্য বিশেষ অনুশীলন। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা
টিফিনে দুই বন্ধুর শরবত পান। সদরঘাট, ঢাকা
ছুটির পর মেয়েকে পেয়েই ছাতার নিচে নিয়ে নেন মা। লক্ষ্মীবাজার, ঢাকা
গ্রীষ্মকালীন বিশেষ ক্লাস রুটিন দেখছেন অভিভাবকেরা। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা
বেলা সাড়ে ১১টায় স্কুল ছুটির পর রোদ থেকে নিজেকে রক্ষায় মাথায় হাত দিয়েছেন এই শিক্ষার্থী। লক্ষ্মীবাজার, ঢাকা। ছবি: দীপু মালাকার
স্কুল ছুটির পর ফ্যান হাতে বাড়ি ফিরছে এক শিক্ষার্থী। পাবনা। ছবি: হাসান মাহমুদ
শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে পাঠদান। ফরিদপুর

স্কুল ছুটির পর বিদ্যালয়ের ফটকে বসানো কল থেকে পানি সংগ্রহ করছে শিক্ষার্থীরা। বগুড়া
ছুটির পর স্কুল থেকে বেরিয়েই পানি পান করে অনেক শিক্ষার্থী। বগুড়া
স্কুল ছুটির পর তপ্ত রোদের মধ্যে দল বেঁধে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। খুলনা
প্রচণ্ড গরমের মধ্যে স্কুলে আসা বেশির ভাগ শিক্ষার্থীর হাতেই দেখা যায় পাখা। ছুটির পর বাড়ি ফিরছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাবনা
স্কুল ছুটির পর হাসিমুখে একসঙ্গে বাড়ি ফিরছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা। সিলেট
স্কুল শেষে গ্রামের মেঠোপথ ধরে সহপাঠীদের সঙ্গে আনন্দ করতে করতে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। বরিশাল

রাজধানীতে এক দিনের ব্যবধানে তাপমাত্রা আজ প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বিকেলে প্রথম আলোকে জানিয়েছেন, আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়ে ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।