দেড় ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টির রেকর্ড খুলনায়

6
দেড় ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টির রেকর্ড খুলনায়

দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা টানা তীব্র তাপপ্রবাহ শেষে খুলনায় স্বস্তির বৃষ্টি হয়েছে। সোমবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় বৃষ্টি শুরু হয় এবং রাত ৮টায় শেষ হয়। এতে টানা দেড় ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
জানা গেছে, সন্ধ্যায় আকাশ কালো মেঘে ঢেকে যায়। এর কিছুক্ষণ পরই মুষলধারে বৃষ্টি শুরু হয়। বহুল কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পেয়ে শিক্ষার্থীসহ অনেকেই নেমে যান ভিজতে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন কোচিং সেন্টার থেকে শিক্ষার্থীরা বের হয়ে বৃষ্টিতে ভিজছেন। অনেকের হাতে ছাতা থাকলেও বন্ধ ছিলো সেটি।

Pop Ads

ভিজতে থাকা শিক্ষার্থী জাবেদ শেখ বলেন, অনেকদিন পরে বৃষ্টির দেখা পেলাম। তাই বন্ধুদের সঙ্গে ভিজতে নেমেছি, খুব ভালো লাগছে।

সাদিয়া জান্নাত নামে এক শিক্ষার্থী বলেন, বেশ কিছুদিন ধরে খুলনার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিলো। গরমে জীবন অতিষ্ঠ অবস্থা। বৃষ্টির আগে থেকেই শীতল বাতাসে মন প্রাণ জুড়িয়েছি।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, তীব্র তাপপ্রবাহের পর খুলনায় স্বস্তির বৃষ্টি হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় বৃষ্টি শুরু হয় এবং রাত ৮টায় শেষ হয়। টানা দেড় ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।