নওগাঁ বদলগাঁছী থানার মুথরাপুর ইউনিয়নে বিট,পুলিশিং কার্ষক্রম উদ্বোধন

সুপ্রভাত বগুড়া(বুলবুুল আহম্মেদ ( বুলু) নওগাঁ বদলগাঁছী প্রতিনিধি): মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে,জনতার এ শ্লোগানকে সামনে রেখে নওগাঁ জেলার বদলগাঁছী থানা ( ২) নং,মুথরাপুর ইউনিয়নে বিট পুলিশ কার্ষক্রম উদ্বোধন করা হয়েছে, সোমবার বৈকাল ৫,০০ টায় মুথরাপুর ইউনিয় পরিষদে বিট পুলিশিং কার্ষক্রম উদ্বোধন করেন,অতিরিক্ত পুলিশ সুপার মহাদেব পুর সার্কেল জনাব আবু সালেহ মোঃ আশারাফুল আলম মহোদয়।

উদ্বোধন শেষে সারা দেশে করোনাভাইরাসে পুলিশ সদস্য সহ যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়, এসময় উপস্থিত ছিলেন বদলগাঁছী উপজেলার চেয়ারম্যান মোঃ শামসুল আলম খাঁন ও বদলগাঁছী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ওসি,মোঃ রফিকুল ইসলাম ( রফিক) মুথরাপুর ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান বিট অফিসার এস আই মোঃ সোহাইবুর রহমান বিট সহকারী অফিসার এ,এস,আই মোঃ বাবুর আলী সহ বদলগাঁছী থানার অন্যান্য অফিসার গন।

Pop Ads

এছাড়া ও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়াড আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সস্পাদাক বৃন্দ সহ সুলীল সমাজের প্রতিনিধিরা ও সাংবাদিক বৃন্দ সভায় প্রধান অতিথি মোঃ পুলিশ সুপার মহাদের পুর সার্কেল জনাব আবু সালেহ মোঃ আশারাফুল আলম, মহোদর তার বক্তব্য বলেন, অপরাধ দমন এবং পুলিশের সেবা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষে বিট পুলিশিং কার্ষক্রম চালু করা হয়েছে, জন গন দ্র্ত যেন পুলিশিং সেবা পায়,এবং অপরাধ দমন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেই বিট পুলিশিং চালু করা হয়েছে,

তিনি মুথরাপুর এলাকাবাসী কে, বলেন,আপনাদের যে কোনও সমস্যা সমাধানের জন্য আপনারা এই বিট পুলিশের কার্ষলয়ে আসবেন,তাহলে কোন প্রকার হয়রানি ছাড়াই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন,আপনারা পুলিশ কে সহযোগীতা করেন,আপনাদের এলাকা সুরক্ষিত থাকবে,বদলগাঁছী থানায় ( ৮) টি ইউনিয়নে (৮) টি বিট পুলিশিং কার্ষলয় থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here